Press release on the Observance of National Mourning Day-2023

 

সংবাদ বিজ্ঞপ্তি


সিউলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন


বাংলাদেশ দূতাবাস, সিউল-এর আয়োজনে আজ ১৫ আগস্ট ২০২৩ তারিখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবসপালন করা হয়। দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


এদিন সকালে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেন কর্তৃক প্রবাসী বাংলাদেশীগণ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গনেজাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে জাতীয় শোকদিবসের আনুষ্ঠানিকতা শুরুহয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেনদূতাবাসে জাতির পিতার ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা ও তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দসহ সকল শহিদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির মঙ্গল ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতাসহ সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এ দিবস উপলক্ষ্যে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ওমাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। অনুষ্ঠা‌নেজাতীয় শোক দিবসের উপর নির্মিতপ্রামাণ্যচিত্রপ্রদর্শন করা হয়। জাতীয়শোকদিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আলোচকগণ জাতির পিতার গৌরবময়জীবন ও মহান অবদানএবংজাতীয়শোকদিবসেরউপরআলোচনাকরেন।


রাষ্ট্রদূত জনাব দেলওয়ার হোসেনতাঁর বক্তব্যের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁরপরিবারের শহিদ সদস্যবৃন্দসহ সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি জাতির পিতার গৌরবোজ্জ্বল কর্মময় জীবনও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁরঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। জাতির পিতার আদর্শেঅনুপ্রাণিত হয়ে জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে একযোগে কাজ করার জন্যতিনি সকলকে আহ্বান জানান। 


সিউল, ১৫ আগস্ট ২০২৩।