Nationality Cancellation/Renunciation Application

নাগরিকত্ব বাতিল করতে যা যা প্রয়োজন 


১। দুতাবাস বরাবর লিখিত আবেদন ২ সেট। ( নাগরিকত্ব বাতিলের আলাদা কোন আবেদন পত্র নেই। সুতরাং, প্রার্থীকে বাংলায় অথবা ইংরেজিতে দুতাবাস বরাবর লিখিত আবেদন করতে হবে)

২। পাসপোর্ট।

৩। কোরিয়ান ইমিগ্রেশন হতে প্রাপ্ত Naturalization Certificate - এর রঙ্গিন কপি।

৪। জাতীয় পরিচয় পত্র (NID) অথবা, জন্ম নিবন্ধনের কপি। 

৫। ছবি ৪ কপি। ( ছবির পেছনে নিজের নাম থাকা আবশ্যক )

৬। ফি পরিশোধিত রশিদ। ( অনলাইনে পরিশোধিত ফি গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র ATM অথবা ব্যাংক রশিদ গ্রহণযোগ্য )
      কন্সুলার সেবা ফি জানতেঃ Consular Fee Chart