“সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন”। বিগত ১৭ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম উদ্বোধন করেছেন। সর্বজনীন পেনশন স্কিমে ০৪ (চার) ধরনের স্কিমের অন্যতম হলো প্রবাস স্কিম যা প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের জন্য। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি নাগরিক তার অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রবাস হতে দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করাসহ প্রয়োজনে স্কিম পরিবর্তন করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন। উল্লেখ্য, প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠালে সরকার সময়ে সময়ে যে সুবিধা প্রদান করে তা এ স্কিমের আওতায় প্রবাসীরা (বর্তমানে ২.৫%) প্রাপ্য হবেন। প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ যাদের জাতীয় পরিচয় নেই তারা পাসপোর্টের ভিত্তিতে রেজিস্ট্রেশনের পর Debit/Credit কার্ড ব্যবহারের মাধ্যমে বৈধ ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রায় নির্ধারিত হারে চাঁদা প্রদান করে পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন। ওয়েবসাইট https://www.upension.gov.bd/