পুলিশ ক্লিয়ারেন্স পেতে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। অথবা, https://pcc.police.gov.bd/ ওয়েবসাইটে ভিসিট করুন।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের পূর্বে যা যা করণীয়ঃ
নম্বর ১ এবং ২ সংগ্রহ করে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। অথবা, https://pcc.police.gov.bd/ ওয়েবসাইটে ভিসিট করুন।
কন্সুলার সেবা ফি চার্টঃ https://seoul.mofa.gov.bd/en/site/page/Consular-Service-Fee-Chart-1
ফি পরিশোধ করার ঠিকানাঃ
KEB Hana Bank, A/C no.166-890000-59001, A/C name: 주한 방글라데시 대사관
পোস্টাল সার্ভিসে কন্সুলার সেবাঃ
যারা পোস্টের মাধ্যমে কন্সুলার সেবা পেতে ইচ্ছুক, তারা সত্যায়নের কাগজপত্র, পাসপোর্টের ১কপি, কোরিয়ান রেসিডেন্স কার্ডের ১কপি এবং সাথে পরিশোধিত রশিদ সহ পোস্ট অফিসের 4,000ওনের ডেলিভারি স্টিকার সহ ১টি ফিরতি খাম (সাইজঃ 19cm × 27cm) দেয়ার জন্য অবহিত করা হল। অবশ্যই খামের উপরে নিজের নাম এবং মোবাইল নাম্বার সহ বর্তমান কোরিয়ান ঠিকানা উল্লেখ থাকতে হবে।