নবজাত সন্তানদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রঃ
ইস্যুকৃত জন্ম নিবন্ধনের নম্বর মোবাইলে / SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
ইস্যুকৃত জন্ম নিবন্ধন দূতাবাসে এসে গ্রহন করার প্রয়োজন নেই। ই-পাসপোর্ট ইস্যুর পর জন্ম নিবন্ধন এবং ই-পাসপোর্ট একসাথে (সরাসরি বা পোস্টের মাধ্যমে) গ্রহন করা যাবে।
নবজাত সন্তানদের ই-পাসপোর্ট নিবন্ধনে যা যা প্রয়োজনঃ
পোস্টাল সার্ভিসঃ
যারা পোস্টের মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট পেতে চান, তারা পোস্ট অফিসের 4,000 ওনের ডেলিভারি স্টিকার সহ খাম (সাইজঃ 25cm × 33cm) জমা দেয়ার জন্য অনুরোধ করা হল।
ফি পরিশোধ করার ঠিকানাঃ
KEB Hana Bank, A/C no.166-890000-59001, A/C name: 주한 방글라데시 대사관
বিঃদ্রঃ
০১। খামের উপর অবশ্যই নিজের নাম এবং মোবাইল নাম্বার সহ বর্তমান কোরিয়ান ঠিকানা উল্লেখ থাকতে হবে।
০২। অনলাইন বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধিত যে কোন সেবা ফি গ্রহণযোগ্য নয়।