ডকুমেন্ট সত্যায়িত করতে যা যা প্রয়োজন / Regulations for Apostille (Bangladeshi Documents)

ডকুমেন্ট সত্যায়িত করতে যা যা প্রয়োজন

Regulations for Apostille (Bangladeshi Documents)


১। ডকুমেন্ট অবশ্যই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় হতে সত্যায়িত হতে হবে

(Document must attested from Bangladesh Ministry of Foreign Affairs)


২। রেসিডেন্স কার্ড এবং পাসপোর্টের ফটোকপি

(A copy of Residence Card & Passport)


৩। পরিশোধিত ব্যাংক অথবা ATM রশিদ

(Payment Slip)


ফি পরিশোধের ঠিকানাঃ A/C Holder: 주한 방글라데시 대사관, KEB Hana Bank (하나 은행), Account No: 166-890000-59001

কন্সুলার সেবা ফিঃ  https://seoul.mofa.gov.bd/en/site/page/Consular-Service-Fee-Chart-1 


আরো জানতেঃ 02-796-4056/7 (Ext.202) অথবা, Hotline: 010-2881-4056


পোস্টাল সার্ভিসে কন্সুলার সেবাঃ 

যারা পোস্টের মাধ্যমে কন্সুলার সেবা পেতে ইচ্ছুক, তারা সত্যায়নের কাগজপত্র, পাসপোর্টের ১কপি, কোরিয়ান রেসিডেন্স কার্ডের ১কপি এবং সাথে পরিশোধিত রশিদ সহ পোস্ট অফিসের 4,000ওনের ডেলিভারি স্টিকার সহ ১টি ফিরতি খাম (সাইজঃ 19cm × 27cm) দেয়ার জন্য অবহিত করা হল। অবশ্যই খামের উপরে নিজের নাম এবং মোবাইল নাম্বার সহ বর্তমান কোরিয়ান ঠিকানা উল্লেখ থাকতে হবে।